Views Bangladesh Logo

রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা

১৩ নভেম্বর ঘিরে ১৪২ স্পটে ডিএমপির বিশেষ নিরাপত্তা বলয়

গামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে রাজধানীজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। একই সঙ্গে ১১ নভেম্বর জামায়াতে ইসলামীসহ আট দলের ঘোষিত মহাসমাবেশকে ঘিরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঠেকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শহরের আট বিভাগে মোট ১৪২টি পয়েন্টে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

বিশেষ নজরদারিতে ১৪২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট
রমনা বিভাগে সর্বাধিক ৩৪টি, মিরপুরে ১৪টি, ওয়ারীতে ১৬টি, মতিঝিলে ১৭টি, লালবাগে ১৫টি, উত্তরায় ১৬টি, গুলশানে ১৪টি এবং তেজগাঁওয়ে ১৬টি পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে। শাহবাগ মোড়, সচিবালয় লিংক রোড, প্রেস ক্লাব, হাইকোর্ট মোড়, বাংলা মোটর, ধানমন্ডি ৩২, মিনা বাজার, রায়েরবাজার বেড়িবাঁধ, রাসেল স্কয়ার, বাটা সিগনাল, জিরো পয়েন্ট, কাকরাইল মোড়, এবং টিএসসি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, ‘যে কোনো ধরনের অরাজকতা বা সহিংসতা ঠেকাতে পুলিশ সর্বদা প্রস্তুত। শহরের প্রতিটি প্রবেশমুখে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং সন্দেহভাজনদের চলাচলে নজরদারি অব্যাহত রয়েছে।’

‘অনগার্ড মোবিলাইজেশন ড্রিল’ ও বাড়তি প্রস্তুতি
শনিবার বিকালে রাজধানীর আট বিভাগে একযোগে ‘অনগার্ড মোবিলাইজেশন ড্রিল’ পরিচালনা করেছে পুলিশ। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’, সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব, সংসদ ভবন, হাইকোর্ট, বঙ্গভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় মহড়া অনুষ্ঠিত হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাতের সময় বিশেষ করে সন্ধ্যার পরের ঘন্টাগুলোতে পুলিশ ও ডিবির টিম টহলে থাকবে, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে।

গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চলছে। রাজধানীর হোটেল, মেস, বিশ্ববিদ্যালয় হল ও ঢাকার প্রবেশপথগুলোয় তল্লাশি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘বড় ধরনের সহিংসতার নির্দিষ্ট তথ্য না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর বিভ্রান্তিমূলক তথ্য প্রচার হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। রাজধানীসহ সারাদেশে চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়েছে।’

জামায়াতের মহাসমাবেশে কঠোর নজরদারি
১১ নভেম্বর ঢাকায় জামায়াতে ইসলামী ও নেতৃত্বাধীন আট দলের মহাসমাবেশের দিকেও দৃষ্টি রাখছে গোয়েন্দা সংস্থাগুলো। তাদের পাঁচ দফা দাবি—গণভোট, নির্বাচনী সংস্কার ও রাজনৈতিক পুনর্বিন্যাস—না মানা হলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে দলটি।

ডিএমপি সূত্রে আরও জানা গেছে, পুলিশের পক্ষ থেকে ঐসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যাতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয়।

‘লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্কতা
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিশেষ করে শুক্রবার রাতে কাকরাইল চার্চ ও সেন্ট যোসেফ স্কুলে ককটেল বিস্ফোরণ, ধানমণ্ডির শংকর এলাকায় মশাল মিছিলসহ সহিংস ঘটনার পর থেকেই রাজধানীজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ডিএমপির এক কর্মকর্তা জানান, ‘প্রতিদিনই যখন ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়া হয়, তখনই অংশগ্রহণকারীদের আটক করা হচ্ছে। রাজধানীজুড়ে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা সক্রিয় রয়েছে।’

জননিরাপত্তায় কঠোর অবস্থান
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। আগাম তথ্য সংগ্রহ, নজরদারি ও অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।’

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ বৈঠকে লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি আগামী কয়েক দিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ।

মোতায়েন করা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্য সরিয়ে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে। মাঠ থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ