খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিশেষ দোয়া
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশের মসজিদগুলোতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে সিসিইউতে নিবিড় চিকিৎসাধীন।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর বিএনপির উদ্যোগে দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। নয়াপল্টনের একটি মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
দোয়া মাহফিলে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম জিয়া সারা জীবন লড়াই করেছেন। কারাবাস থেকেই তার শারীরিক সমস্যার শুরু, যথাযথ চিকিৎসার অভাবে আজ তিনি গুরুতর অসুস্থ।’
তিনি আরও জানান, কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোববার তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে খালেদা জিয়া উড়োজাহাজে ভ্রমণের উপযোগী কি না—চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরাই।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে