Views Bangladesh Logo

বাংলাদেশে মুক্তি পাচ্ছে বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ নিয়ে স্প্যানিশ অ্যানিমেশন সিনেমা

বাঙালি মুসলমান নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা। এটি নির্মাণ করেছেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা।

৮৬ মিনিট দৈর্ঘ্যের এই অ্যানিমেশন চলচ্চিত্রের স্প্যানিশ নাম ‘এল সুয়েনো দে লা সুলতানা’, ইংরেজিতে ‘সুলতানাস ড্রিম’। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এ এর প্রিমিয়ার হয়।

এরপর ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, গোয়া ফেস্টিভ্যাল, ফিল্মফেস্ট হামবুর্গ, লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

এবার বাংলাদেশি দর্শকেরা প্রশংসিত এই সিনেমা দেখতে পারবেন। আগামীকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। এতে বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্ক ভাষা ব্যবহার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ