কর্ণফুলী শাহ আমানত (রহ.) সেতুতে টোল বন্ধের দাবি দক্ষিণ চট্টগ্রামবাসীর
কর্ণফুলী শাহ আমানত (রহ.) সেতু থেকে টোল আদায়কে 'অন্যায় ও অযৌক্তিক' বলে অভিযোগ তুলেছেন দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দারা। এর প্রতিবাদ এবং টোল বন্ধ ও স্থায়ী সমাধানের দাবিও জানিয়েছেন তারা।
এ দাবিতে ১৭ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় মইজ্জ্যারটেক টোলপ্লাজার পশ্চিম পাশে মানববন্ধনেরও ডাক দেয়া হয়েছে, যেখানে দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কামনা করেছেন আন্দোলনকারীরা।
শনিবার (১১ অক্টোবর) সকালে কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, কর্ণফুলী সেতুতে টোল আদায়ে দক্ষিণ চট্টগ্রামবাসী দীর্ঘদিন ধরে যানজট ও ভোগান্তির শিকার। প্রতিদিন একাধিকবার একই সেতুতে টোল দিতে বাধ্য হওয়ায় তাদের জীবনযাত্রার ব্যয় বাড়ছে। টোলের কারণে এলাকার উন্নয়ন ও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।
চট্টগ্রাম একাডেমির ফয়েজ- নুর নাহার মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনগুলো আরও অভিযোগ করে, আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়ম অনুসারে নদীর দুই তীরে জনবসতি থাকলে সেতু থেকে টোল আদায় করা হয় না। অথচ কর্ণফুলী সেতুর ক্ষেত্রে সেই নীতি উপেক্ষা করা হচ্ছে, যা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রতি বৈষম্যের শামিল।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, কর্ণফুলী নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম ফোরকান, সদস্য সচিব সাংবাদিক শফিক আহমেদ সাজিব, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জসিম উদ্দিন, বাংলাদেশ সমিতি, সংযুক্ত আরব আমিরাতের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. রফিক সিকদার, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. গোলাম ওয়ারেছ, কর্ণফুলী নাগরিক পরিষদের এইচ এম হারুন অর রশিদ।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন অ্যাডভোকেট মো. উসমান, ব্যাংকার মো. মেহেরাব হোসেন খান, নজরুল ইসলাম লোটাস, ব্যবসায়ী এজাবত উল্লাহ, প্রকৌশলী গোলাম কিবরিয়া মো. রিয়াদ, নুরুল আবছার চৌধুরী, মো. সেলিম, অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম, এজাজ আল ফারুক প্রমুখ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে