Views Bangladesh Logo

চট্টগ্রামের টেস্টের প্রথম দিনে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হয়েছে। টস জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম দিনের খেলা শেষে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম ও টনি ডি জর্দি মিলে ৬৯ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন, এরপর মার্করাম ৩৩ রানে আউট হন। ডি জর্দি ট্রিস্টান স্টাবসের সঙ্গে ২০১ রানের দুর্দান্ত জুটি গড়েন। স্টাবস ১০৬ রান করে আউট হন।

স্টাবসের আউটের পর ডি জর্দি ম্যাচকে এগিয়ে নেন এবং ডেভিড বেডিংহ্যামের সঙ্গে জুটি গড়েন। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় নে ২ উইকেটের বিনিময়ে ৩০৭ রান। যেখানে ডি জর্দি অপরাজিত ছিলেন ১৪১ রানে ও বেডিংহ্যাম ছিলেন ১৮ রানে।

বাংলাদেশের পক্ষে দুই উইকেট নেন তাইজুল ইসলাম। দুই ম্যাচের এই সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে আছে এবং সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে এই টেস্টে জয়ের বিকল্প নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ