Views Bangladesh Logo

মাকে বাঁচাতে গিয়ে বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

ট্টগ্রামের মিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে মো. শাহেদ (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ১৫ বছর ধরে সৌদি আরবে চাকরির সুবাদে থাকা শাহেদের বাবা মো. নুরুজ্জামান সম্প্রতি দেশে ফিরে সিলেটের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। মঙ্গলবার দ্বিতীয় স্ত্রীকে মিরসরাইয়ের বাড়িতে নিয়ে আসেন তিনি। এ খবর পেয়ে শাহেদের মা কামরুজ্জাহান বেগম ছেলে ও দুই মেয়েকে নিয়ে বুধবার মিরসরাইয়ের বাড়িতে আসেন।

স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় নুরুজ্জামান ও কামরুজ্জাহানের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নুরুজ্জামান তার স্ত্রী কামরুজ্জাহানকে ছুরি নিয়ে তাড়া করলে শাহেদ মাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় ক্ষুব্ধ বাবা শাহেদের বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহেদকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহেদের মা কামরুজ্জাহান বলেন, ‘ও বাপ, আমারে কেন বাঁচাইতে গেলি রে বাপ। এমন পাষণ্ড কেউ কি আর পৃথিবীতে আছে, নিজের ছেলেরে কেউ খুন করতে পারে?’

শাহেদের খালা নুর জাহান বেগম বলেন, ‘মঙ্গলবার দ্বিতীয় বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসেন মো. নুরুজ্জামান। বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ওই বাড়িতে যাই। ওইখানে যাওয়ার পরপর নুরুজ্জামান আমার বোন কামরুজ্জাহানের মাথার চুলের মুঠি ধরে ফেলে। তখন সাহেদ মাকে বাঁচাতে গেলে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে মো. নুরুজ্জামান।’

এ ব্যাপারে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আর্যরাজ দত্ত বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’

মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘মিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে ছেলে শাহেদ হত্যার ঘটনায় বুধবার রাতে তার মা কামরুজ্জাহান বাদী হয়ে শাহেদের বাবা নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রীকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ