Views Bangladesh Logo

কক্সবাজারে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে পারিবারিক বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার পর লাশ ধানক্ষেতে পুঁতে রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ সাঈদ (৫০) সোমবার ভোরে ঘরে পারিবারিক কলহের এক পর্যায়ে নিহত হন বলে জানা গেছে। মঙ্গলবার রাতে পুলিশ তাঁর ছেলে মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করে। এর আগে তাঁদের বাড়ির কাছে ধানক্ষেতে বস্তাবন্দী অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে এবং মাঠে সদ্য পুঁতে রাখা একটি শার্ট দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশ মাটি খুঁড়ে উদ্ধার করে।

রফিকের স্ত্রী শারমিন আক্তার তদন্তকারীদের জানান, সোমবার ভোরে নামাজ পড়ে বাড়ি ফেরার পর সাঈদের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে রফিক হস্তক্ষেপ করে বাবাকে লাঠি দিয়ে আঘাত করলে তাঁর মৃত্যু হয়। এরপর লাশ বস্তায় ভরে ঘরের ভেতর রাখা হয় এবং রাতেই রফিক, তার ভাই সাহাবউদ্দিন জিয়া ও মা মিলে তা ধানক্ষেতে মাটি চাপা দেয়।

শারমিন আরও দাবি করেন, এ ঘটনা প্রকাশ করলে তাঁকেও একই পরিণতির হুমকি দিয়েছিল রফিক।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, 'এ হত্যাকাণ্ড পারিবারিক বিরোধ থেকে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্য যারা এতে জড়িত তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ