Views Bangladesh Logo

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছু দলের অনুপস্থিতি নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ ২০২৫-এর স্বাক্ষর অনুষ্ঠানে কিছু রাজনৈতিক দলের অনুপস্থিতি আসন্ন জাতীয় নির্বাচনের ওপর কোনো বড় প্রভাব ফেলবে না।

শনিবার, ১৮ অক্টোবর, বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে তিনি সাংবাদিকদের বলেন, ’যতটুকু জানি, এনসিপি এবং চারটি বামপন্থি দল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। আমি বলব না তারা স্বাক্ষর করতে অস্বীকার করেছে, কারণ সুযোগ এখনো খোলা রয়েছে। আমি বিশ্বাস করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবে।’

তিনি আরও বলেন, 'আমরা বিশ্বাস করি সবার মধ্যে সহনশীলতা থাকবে। তাদের কিছু দাবি বা উদ্বেগ থাকতে পারে; কিন্তু শেষ পর্যন্ত তারা ও জুলাই সনদে স্বাক্ষর করবে। গণতন্ত্রে সম্পূর্ণ একমত হওয়া প্রত্যাশিত নয়—মতামতের ভিন্নতা থাকবে।'

জুলাই যোদ্ধাদের অভিযোগ নিয়ে সালাহউদ্দিন বলেন, “জুলাই যোদ্ধাদের সংগঠনও আমাদের এবং ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলেছে। তাদের দাবি যুক্তিসঙ্গত। আমি ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়িয়েছি। কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ তাদের সমস্যা সমাধান করেছেন এবং সংশোধনী ঘোষণা করেছেন। তাই অতিরিক্ত অসন্তোষের কোনো কারণ থাকা উচিত নয়।'

তিনি আরও যোগ করেন, 'তদন্তে দেখা গেছে, কিছু অশান্ত ব্যক্তি এবং স্বঘোষিত ছাত্ররা জুলাই ওয়ারিয়ার্সের আড়ালে প্রবেশ করেছে। আমি বিশ্বাস করি, এরা আওয়ামী সরকারের ফ্যাসিবাদী বাহিনীর সদস্য যারা এখনো যেখানে সম্ভব বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করছে। প্রকৃত জুলাই ওয়ারিয়ার্স বা জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা এমন বিশৃঙ্খলায় জড়িত হতে পারেননি।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ