Views Bangladesh Logo

বিজিসিএফ অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননায় সোহেল রানা

বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও গ্রিন লিফ ম্যাগাজিনের যৌথ উদ্যোগে গতকাল রাজধানী ঢাকার একটি চার তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজিসি অ্যাওয়ার্ড সিজন-৪ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান জনাব কামরুল কায়েস চৌধুরী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রীন লিফ ম্যাগাজিন উপদেষ্টা ও আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান জনাব মো: কামরুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:লিয়াকত আলী। অন্যতম যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় জাসাস, সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বিএফডিসির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব,অধ্যাপিকা ডাঃ জিনাত বেগম, উপাধ্যক্ষ আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডিপার্টমেন্ট প্রধান গাইনী ও প্রসূতি বিভাগ। সাবেক সহযোগী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। জনপ্রিয় চিত্রনায়িকা রেনু রোজিনা, জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী, জনপ্রিয় সংগীত শিল্পী রিজিয়া পারভীন, মেরেজ সলুশন চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শুভ, মিডিয়া ব্যাক্তিত্ব কারু কৃষাণ, হেলাল উদ্দিন সিকদার সহ অনেক গুনীজন।

২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু করেন। বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় চলচ্চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা কে আজীবন সম্মাননা দেন গ্রীণ লিফ পরিবার। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪০ টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়।

সেরা গায়ক হিসেবে পুরস্কার পান বিশিষ্ট সংগীত শিল্পী মনির খান, রবী চৌধুরী, রিজিয়া পারভীন , আখি আলমগীর, গুনী সিনিয়র চলচ্চিত্র নায়িকা রেনু রোজিনা , জনপ্রিয় চিত্র নায়িকা আচল,, চিত্র নায়িকা ফারিন খান, , চিত্র নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, চিত্র নায়ক ডিএ তায়েব, চিত্র নায়িক জয় চৌধুরী, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, অভিনয় শিল্পী তানহা তাসনিয়া, অভিনয় শিল্পী ও কন্টেন্ট ক্রিয়েটর রেহানা, অভিনয় শিল্পী পারসানা ইভানা, জনপ্রিয় শিশু শিল্পী দিশা মনি, শিশু শিল্পী আলেশা হোসাইন, শিশু শিল্পী তাসিন, তাজিম, জনপ্রিয় ব্যান্ড প্রোমোটার বারিশ হক, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্য শিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, ইনফ্লুয়েঞ্জার সানজিদা সায়মা, উদ্যোক্তা মিথিলা ইসলাম সহ বিভিন্ন সেক্টরে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুনীজন সম্মাননা, সার্টিফিকেট প্রদানের পাশাপাশি আয়োজিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। বাবল ব্লু ফ্যাশন শো ও নৃত্য পরিবেশনা।

প্রধান অতিথি ও বিজিসিএফ আজীবন সম্মাননা পেয়ে মাসুদ পারভেজ সোহেল রানা বলেন, যে দেশে গুনীর কদর নাই সেই দেশে গুনীরা জন্ম নেয়না, আজ আমি অনেক আনন্দিত ও বিজিসিএফ পরিবার এর নিকট কৃতজ্ঞতা রইলো। তারা এভাবে গুনীদের সম্মানিত করে যাবে এই প্রত্যাশা করি।

গ্রীণ লিফ ম্যাগাজিন সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, আমরা সব সময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু করতে, নতুন কিছু উপহার দিতে ও সেই সাথে পুরাতন ঐতিহ্য ফুটিয়ে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চেষ্টা করি সব সময়। ইনশাআল্লাহ, গ্রীণ লিফ গুনীজনদের সম্মাননার ধারাবাহিকতা বজায় থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ