Views Bangladesh Logo

সোহাগ হত্যা: প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের দাবি বিএনপি মহাসচিবের

 VB  Desk

ভিবি ডেস্ক

পুরান ঢাকায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনায় প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১২ জুলাই) বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ছাত্রদলের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদলের শহীদ হওয়া ১৪২ জন নেতাকর্মীর পরিবারের সদস্যরা এ সভায় অংশ নেন।

সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

সোহাগ হত্যা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই—এই ঘটনার প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনুন। অন্যথায় জাতি ক্ষমা করবে না। বরং গণতন্ত্রের পথে ফিরে আসার সময় এই ধরনের সংকট তৈরির জন্য জাতি সরকারকেই দায়ী করবে।

তিনি আরও বলেন, বিএনপি কখনও অন্যায়কে সমর্থন করেনি, ভবিষ্যতেও করবে না। আমরা আইনের শাসনের পক্ষে ছিলাম, আছি এবং থাকব। যারা ত্যাগ স্বীকার করছেন, তাদের বলবো — কিছুদিন ধৈর্য ধরুন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবেই। কেউ যেন কোনো অন্যায় কাজ না করে, সবাইকে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

গণতন্ত্রের সংকট ও অবনত আইনশৃঙ্খলার জন্য বর্তমান অনির্বাচিত সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, দেশে এখন নির্বাচিত সরকার নেই বলেই এমন ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। নির্বাচিত সরকার থাকলে এসব নিয়ন্ত্রণ করা যেত।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের শহীদদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, আমরা রাষ্ট্র কাঠামো ও শাসনব্যবস্থার আমূল সংস্কার চাই। কারণ গণতন্ত্রের বিকল্প নেই। আর গণতন্ত্রের প্রথম পদক্ষেপ সুষ্ঠু নির্বাচন।

তিনি শহীদদের স্মরণে একটি স্মারক পুস্তক প্রকাশের পরামর্শ দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে শহীদদের যথাযথ সম্মান জানানো হবে। একই সঙ্গে আহত ও নিহতদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ