সোহাগ হত্যা মামলায় আরও ৩ আসামির সাতদিনের রিমান্ড
রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারী ব্যবসায়ী লালচাঁদ মোহাম্মদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও তিনজনকে সাতদিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।
বুধবার (১৬ জুলাই) ঢাকার একটি আদালত আসামি মোহাম্মদ নান্নু কাজী, তারেক রহমান রবিন ও রিজওয়ান উদ্দিনকে সাতদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান সাতদিনের অনুমোদন দেন।
চলমান তদন্তের অংশ হিসেবে এই রিমান্ড আদেশ দেওয়া হয়। ৪৩ বছর বয়সী সোহাগকে ৯ জুলাই মিটফোর্ডের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে কুপিয়ে, পিটিয়ে ও ইট ছুড়ে হত্যা করা হয়।
এই মামলায় আগেও একাধিক আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। সর্বশেষ ১৬ জুলাই মাহমুদুল হাসান মাহিনকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ১০ জুলাই তাঁকে আরও পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
১৪ জুলাই সজিব বেপারি ও রাজিব বেপারি নামে দুই ভাইকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়। ১৩ জুলাই আলমগীর ও মনিরকে চারদিনের রিমান্ডে পাঠানো হয়। ১২ জুলাই আরেক আসামি তিতন গাজীকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়।
মৃত্যুর পরদিন, ১০ জুলাই নিহতের বোন মনজুয়ারা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ এখনও হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও হামলায় জড়িত সকল ব্যক্তিকে শনাক্ত করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে