Views Bangladesh Logo

মিটফোর্ডে সোহাগ হত্যায় তিন আসামির স্বীকারোক্তি

 VB  Desk

ভিবি ডেস্ক

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার তিনটি পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

স্বীকারোক্তি দেয়া আসামিরা হলেন—টিটন গাজী, মো. আলমগীর ও মনির ওরফে লম্বা মনির। বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে গতকাল আদালতে তাদেরকে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ। আসামিরা স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হলে তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান আদালতে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম, মোহাম্মদ এহসানুল ইসলাম এবং আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত পৃথকভাবে তাদের জবানবন্দি রেকর্ড করেন।

ওসি মনিরুজ্জামান জানান, ১২ জুলাই টিটন গাজীর পাঁচ দিনের এবং ১৩ জুলাই আলমগীর ও মনিরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ৯ জুলাই সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে লাল চাঁদকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করা হয়।

একই ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে আরেকটি মামলা করে। এখন পর্যন্ত দুই মামলায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ