Views Bangladesh Logo

নোয়াখালীতে পানি নামছে ধীরগতিতে, জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

টানা চার দিনের টানা ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পর নোয়াখালীতে শুক্রবার (১১ জুলাই) দেখা মিলেছে রোদ ঝলমলে আবহাওয়ার। তবে রোদ ওঠার পরও জেলার নিম্নাঞ্চল ও শহরের বহু এলাকায় এখনো পানি জমে থাকায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। পানি নেমে যেতে ধীরগতির কারণে শহর ও গ্রামীণ এলাকার বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্যমতে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার ছয়টি উপজেলার ৫৭টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। এতে ৪৬ হাজার ৭০টি পরিবারের অন্তত ১ লাখ ৯২ হাজার ৫০৩ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কবিরহাট ও সুবর্ণচর উপজেলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫টি বসতঘর, এবং সুবর্ণচরে একটি ঘর সম্পূর্ণভাবে ধসে গেছে।

জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর, সেন্ট্রাল রোড, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা শিল্পকলা একাডেমি, রেললাইনসংলগ্ন এলাকা, মোক্তার মসজিদ, জেলা জজ আদালত সড়ক, ছাবিম মিয়া সড়ক, হাকিম কোয়ার্টার, আল ফারুক একাডেমি ও মেথর পল্লিসহ অনেক এলাকায় এখনো রাস্তাঘাট পানিতে ডুবে আছে। এসব এলাকার অনেক ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে।

টানা বর্ষণের পর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ