আইনশৃঙ্খলা রক্ষায় অবনতি হয়েছে, স্বীকার করলেন সাখাওয়াত
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন স্বীকার করেছেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা কিছুটা কমেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের জেলখাল, বন্দর সড়ক ও স্টিমার ঘাট এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, আইনশৃঙ্খলার কিছু ক্ষেত্রে অবনতি হয়েছে। এর একটি বড় কারণ হলো, আগের মতো দ্রুত ব্যবস্থা নেয়া যাচ্ছে না। এতে কিছুটা সমস্যা তৈরি হয়েছে, যা স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বে থাকা উপদেষ্টাও স্বীকার করেছেন।
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বড় একটি ইস্যু। আমরা দায়িত্বে থাকা অবস্থায় যথাসাধ্য চেষ্টা করব পরিস্থিতি স্বাভাবিক রাখতে। নির্বাচন চলাকালে সব বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশেই কাজ করবে। আশা করি, তারা তা সামাল দিতে সক্ষম হবে।
সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জবাবদিহিমূলক হতে হবে। তিনি নিশ্চিত করেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই তা অনুষ্ঠিত হবে।
বরিশালের উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে উপদেষ্টা জানান, ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেনের মহাসড়ক নির্মাণকাজ চলছে। পাশাপাশি সড়ক, নৌপথ ও নদী সংস্কারের কাজও এগিয়ে চলছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে তিনি সমন্বয় সভা করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে