Views Bangladesh Logo

বন্ধ হচ্ছে স্কাইপ

বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম স্কাইপ, যা প্রায় দুই দশক ধরে বিশ্বব্যাপী যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল, আগামী মে মাস থেকে আর ব্যবহৃত হবে না।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মাইক্রোসফটের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। তারা জানায় মাইক্রোসফট স্কাইপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

২০০৩ সালে এস্তোনিয়ায় যাত্রা শুরু করা স্কাইপ, খুব দ্রুতই বিশ্বের অন্যতম জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে। এর জনপ্রিয়তার মূল কারণ ছিল আন্তর্জাতিক কলিংয়ের সস্তা ও সহজ উপায়। ২০০৫ সালে ইবে স্কাইপকে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারে কিনে নেয়, কিন্তু এই অংশীদারিত্ব কার্যকর না হওয়ায় ২০০৯ সালে ইবে স্কাইপের ৬৫ শতাংশ শেয়ার বিক্রি করে ১ দশমিক ৯ বিলিয়ন ডলারে। পরবর্তীতে ২০১১ সালে মাইক্রোসফট এটি ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারে কিনে নেয়, যা ছিল মাইক্রোসফটের সবচেয়ে বড় অধিগ্রহণ।

মাইক্রোসফট স্কাইপের বিভিন্ন ডিজাইন ও ফিচার আপডেট করেছিল এবং মহামারিকালীন সময়ে এটি কিছুটা জনপ্রিয়তা লাভ করলেও, গত কয়েক বছর ধরে তার ব্যবহার কমতে থাকে। স্কাইপের সেবা ও ফিচারগুলো এখন মাইক্রোসফট টিমসের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে, যেখানে কোম্পানিটি অধিক বিনিয়োগ করেছে।

এ সম্পর্কে মাইক্রোসফটের প্রেসিডেন্ট জেফ টেপার এক ব্লগ পোস্টে বলেন, “স্কাইপ আধুনিক যোগাযোগ ব্যবস্থা গঠনে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে, আমরা এখন আমাদের নতুন সুযোগগুলোর প্রতি আরও বেশি মনোযোগ দিচ্ছি, বিশেষ করে মাইক্রোসফট টিমসে।”

এভাবে, প্রায় দুই যুগের কাছাকাছি সময় ধরে মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করা স্কাইপ বন্ধের মাধ্যমে, আরেকটি যুগের শেষ হতে যাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ