ইসির নিবন্ধন পাচ্ছে ৬ রাজনৈতিক দল
নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয়টি নতুন রাজনৈতিক দল। কমিশনের অনুমোদন পেলে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
ইসির দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, ২২টি দলের মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দেয়ার সুপারিশ করে একটি ফাইল তৈরি করা হয়েছে। এই ছয়টি দলের মধ্যে রয়েছে—জাতীয় নাগরিক পার্টি(এনসিপি), বাংলাদেশ আম জনতা পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, এবং বাংলাদেশ ন্যাশনাল লীগ। রোববার (২১ সেপ্টেম্বর) কার্যক্রম ও স্বাক্ষর সম্পন্ন করে সংশ্লিষ্ট শাখা। সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনের জন্য ফাইলটি কমিশনে পাঠানো হবে। তবে কমিশন এই তালিকা থেকে নাম যোগ বা বাদ দিতে পারে। কমিশনের চূড়ান্ত অনুমোদনের পরই কেবল এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
সূত্র আরও জানায়, ছয়টি দলের নিবন্ধন প্রস্তাব করা হয়েছে, ১০টি দলের বিষয়ে পুনরায় তদন্ত করা হবে আর বাকি ছয়টির আবেদন বাতিল করা হয়েছে। এর মধ্যে ৯টি দলের ক্ষেত্রে মাঠ পর্যায়ের পুনঃতদন্ত করা হবে এবং বাকি একটির দায়িত্ব একজন জ্যেষ্ঠ ইসি কর্মকর্তাকে দেওয়া হতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে