Views Bangladesh Logo

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও জবি বন্ধ ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

সারা দেশে ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে একের পর এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হচ্ছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণার পর আজ রোববার (২৩ নভেম্বর) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও একাডেমিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে।

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন জানান, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দিলেও বেশ কিছু শিক্ষার্থী এখনো হলে অবস্থান করছেন। অধ্যক্ষ বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত জানানো হবে।

একই কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও (জবি) চার দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়ে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ছাত্রীদের আগামীকাল সোমবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানান, ভবনগুলোর নিরাপত্তা যাচাইয়ে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞ দল দ্বারা ভবন পরীক্ষা শেষে ৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই সময়ের মধ্যে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে।

এর আগে গতকাল শনিবার ঢাবি ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের আজ বিকেল ৫টার মধ্যে হল ছাড়তে নির্দেশ দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ