Views Bangladesh Logo

‘মন দিয়া কেউ ভালোবাসে না’ দিয়ে রিংকুর প্রত্যাবর্তন

নপ্রিয় সংগীতশিল্পী রিংকু আবারও আলোচনায় ফিরলেন নতুন গান দিয়ে। রকেট বাংলা মিউজিক ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ পেয়েছে তার গাওয়া নতুন গান ‘মন দিয়া কেউ ভালোবাসে না’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূর্ণ মিলন। রকিব আলীর কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন পূর্ণ মিলন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মো. সোহেল খান।

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী, মিউজিক ডিরেক্টর এ এইচ তূর্য, রিয়েল আশিক, সালাউদ্দিন বিশ্বাসসহ আরও অনেকে। অতিথিরা বলেন, রিংকুর কণ্ঠ ও আবেগ বাংলা গানের প্রতি শ্রোতাদের ভালোবাসা আবারও জাগাতে সক্ষম হয়েছে।

পূর্ণ মিলন বলেন, রিংকু ভাইয়ের এখন একটা কঠিন সময় যাচ্ছে। গীতিকার রকিব ভাই যেভাবে উনাকে নিয়ে চিন্তা করেছেন, সেটা সত্যিই উদাহরণযোগ্য। রিংকু ভাইকে নতুনভাবে উপস্থাপন করার এই উদ্যোগ ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, এমন আরও কয়েকজন যদি রিংকু ভাইয়ের পাশে দাঁড়াতেন, তাহলে তিনি আরও শক্তভাবে গানের ভুবনে ফিরতে পারতেন।

সুরকার প্লাবন কোরেশী জানান, সংগীত নিজেই একধরনের থেরাপি। শ্রোতারা যদি গানটি ভালোভাবে গ্রহণ করেন, তাহলে এটি রিংকুর জন্য বড় অনুপ্রেরণা হয়ে কাজ করবে। এতে শুধু রিংকুর নয়, বাংলা গানের জগতেও একটি ইতিবাচক সংযোজন ঘটবে। তিনি বিশ্বাস করেন, এই গান রিংকুর সংগীতজীবনে নতুন উদ্যম যোগ করবে।

দীর্ঘদিন পর নতুন গানে রিংকুর উপস্থিতি তার ভক্ত-শ্রোতাদের কাছে প্রত্যাশার নতুন দুয়ার খুলে দিয়েছে। সংগীত অঙ্গনের অনেকেই মনে করছেন, ‘মন দিয়া কেউ ভালোবাসে না’ গানটি তার প্রত্যাবর্তনের পথ আরও মজবুত করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ