নারায়ণগঞ্জে সংগীত শিল্পীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সুমন খলিফা (৩২) নামে এক সংগীতশিল্পীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ ডিসেম্বর) সকালে মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাতে পঞ্চবটি এলাকার এক অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন সুমন ও তার স্ত্রী সংগীতশিল্পী সোনিয়া আক্তার। অনুষ্ঠান চলাকালে সুমন বাইরে বের হন, কিন্তু আর ভেতরে ফিরে আসেননি। পরদিন সকালে মধ্য নরসিংপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমন বরিশালের আগৈলঝাড়া উপজেলার মন্টু খলিফার ছেলে।
সোনিয়া আক্তার বলেন, “অনুষ্ঠানে আমরা একসঙ্গে গান গাইছিলাম। সুমন বাইরে বের হওয়ার পর আর ফেরেনি। পরে তার হত্যার খবর পাই।”
পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে