Views Bangladesh Logo

বিয়ে করেছেন গায়িকা বাঁধন সরকার পূজা

নপ্রিয় গায়িকা বাঁধন সরকার পূজা করেছেন। সোমবার (২৪ নভেম্বর) তিনি শুভঙ্কর সেনকে বিয়ে করেছেন।

তার স্বামী শুভঙ্কর সেন একজন মডেল এবং চাকরিজীবী। পূজা নিজেই আজ (২৫ নভেম্বর) গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেন।

পূজা জানান, তারা গত এক বছর ধরে একে অপরকে চেনেন এবং বন্ধুত্বের সম্পর্কে ছিলেন। দুই পরিবারকে জানিয়ে পারিবারিক আয়োজনেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। জীবনের নতুন অধ্যায় শুরুতে তিনি সবার দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

পূজা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী, যার ১০টিরও বেশি গান কোটি ভিউ অতিক্রম করেছে। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জন্ম’, ‘এতো কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেনো বারেবারে’, ‘মানে না মন’ এবং ‘মিউজিক তোমায় চেরে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ