Views Bangladesh Logo

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন গায়ক আসিফ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। তবে ভোটগ্রহণের আগেই কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে।

সবচেয়ে বড় চমক সংগীতশিল্পী আসিফ আকবর। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রার্থী হওয়া আসিফ আকবর বুধবার (১ অক্টেবর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রার্থী হিসেবে টিকে থাকেন।

দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় ছিল। এ সময় সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এর মধ্যে চট্টগ্রামের মীর হেলাল উদ্দিনও ছিলেন, ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরিচালক পদে নির্বাচিত হচ্ছেন আসিফ।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেও একইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আহসান ইকবাল চৌধুরী।

তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তামিম ইকবালের সরে দাঁড়ানো। নির্বাচনের শেষ মুহূর্তে তামিমসহ আরও কয়েকজন সাবেক ক্রিকেটার ও বিএনপি ঘরানার ক্রীড়া সংগঠক প্রার্থীতা প্রত্যাহার করেন। এ তালিকায় রয়েছেন প্রভাবশালী প্রার্থী সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ