Views Bangladesh Logo

সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৭ জন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে আসমা বেগম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের সংখ্যা এখন ৭ জনে পৌঁছেছে।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আসমার স্বামী তানজিল হোসেন তাঞ্জু বলেন, “তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আমার স্ত্রী আসমা বেগম এবং কলেজ পড়ুয়া মেয়ের জীবন হারিয়েছে। আমার শ্যালিকা সালমা বেগম, ভায়রা হাসান গাজী, তার সন্তানরা জান্নাত ও রাইয়ান গাজী এবং শাশুড়ি তাহেরা বেগমের জীবনও চলে গেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

তিনি আরও জানান, আসমা বেগমের মরদেহ ময়মনসিংহের ফুলপুরের চকবদন গ্রামে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। মেয়ে তিশার কবরের পাশে আসমাকে দাফন করা হবে।

গত ২২ আগস্ট দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদির জাকির খন্দকারের টিনশেড বাড়িতে বিস্ফোরণের সময় দুই পরিবারের ৯ জন অগ্নিদগ্ধ হন।

এই বিস্ফোরণে আসমার ছেলে আরাফাত (১২) এবং বোনের মেয়ে মুনতাহা (১১) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। মুনতাহা এই বিস্ফোরণে বাবা, মা ও ভাইবোনসহ চারজনকে হারিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ