শ্যামবাজারে ব্যবসায়ী হত্যা: অস্ত্রসহ আসামি গ্রেপ্তার
রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি এমামুল এহসান নয়ন ও তার সহযোগী অয়ন গাঙ্গুলী পলাশকে হত্যাকাণ্ডের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাতে কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় র্যাব-১০ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত বিদেশি রিভলভার, তাজা কার্তুজ এবং ফায়ার করা কার্তুজের খোসা।
শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় র্যাব-৪ ও সিপিসি-১ এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
র্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার শ্যামবাজারে মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে ব্যবসায়িক বিরোধের জেরে মসলা ব্যবসায়ী ও শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়েরের পর র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। রাত ১০টা ৫ মিনিটে র্যাব-১০ এর চৌকস দল র্যাব-৪ এর সহায়তায় কল্যাণপুর থেকে নয়ন ও পলাশকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর নয়নের দেওয়া তথ্যে কদমতলীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলভার, ২০ রাউন্ড তাজা কার্তুজ এবং হত্যায় ব্যবহৃত দুইটি খালি খোসা।
র্যাব জানায়, গ্রেপ্তার দুই আসামি নেপালে পালিয়ে যাওয়ার জন্য বিমানের টিকিটও প্রস্তুত করেছিল। তবে দ্রুত অভিযানের ফলে তারা পালাতে পারেনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে