হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী তাহেরিকে শোকজ নোটিশ
হবিগঞ্জ-৪ আসনের ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদীয় প্রার্থী ও বিতর্কিত ইসলামিক বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরিকে নির্বাচন নির্ধারিত তারিখের তিন সপ্তাহ আগে প্রচারণা করার অভিযোগে শোকেজ নোটিশ দেওয়া হয়েছে।
হবিগঞ্জ জেলা প্রশাসক ও ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার আবু হাসনাত মোহাম্মদ আরেফিন সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
আগেই ওই আসনের নির্বাচন তদন্ত ও বিচার কমিটির চেয়ারম্যান মো. রবিউল ইসলাম তাহেরিকে নোটিশ দেন।
নোটিশে বলা হয়েছে, ‘দ্য স্পেস’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তাহেরি নির্বাচনের নির্ধারিত ভোটের তারিখের তিন সপ্তাহ আগে প্রচারণা করছেন। ওই পেজের অনুসারী সংখ্যা প্রায় ৭৭ হাজার।
এতে আরও উল্লেখ করা হয়, এ কাজটি ‘প্রতিনিধিত্বকারী লোকদের আদেশ (আরপিও), ১৯৭২’-এর ৯১(খা)(২) ও ৯১(খা)(৩) ধারাসহ সংশ্লিষ্ট বিধিমালার বিধি ৩, ১৮ ও ৩০ লঙ্ঘন করেছে।
তাহেরিকে আগামী ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ সার্কিট হাউসে নির্বাচন তদন্ত কমিটির চেয়ারম্যানের সামনে উপস্থিত হতে বলা হয়েছে। অথবা প্রতিনিধি মারফত লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক জানান, নোটিশের কপি নির্বাচন কমিশনের সচিব এবং আরও সাতটি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে