Views Bangladesh Logo

বিটিভির অনুষ্ঠান নিয়ে বিতর্ক, কারণ দর্শানোর নোটিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ‘জনতার সামনে’ অনুষ্ঠানে সরকারি কার্যক্রমের পরিপন্থি বিষয়বস্তু উপস্থাপন করায় বিটিভির অনুষ্ঠান নির্বাহী বেগম মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার (১৩ জুলাই) এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।

নোটিশে বলা হয়েছে, ২৭ জুন রাত ৯টায় বিটিভিতে প্রচারিত ‘জনতার সামনে’ অনুষ্ঠানটির অনুমোদন ছিল অনুষ্ঠান নির্বাহী হিসেবে মাহবুবা ফেরদৌসের। অথচ ওই পর্বে এমন কিছু উপস্থাপন করা হয়, যা সরাসরি সরকারি কার্যকলাপের বিরুদ্ধে যায় এবং এতে সরকার তথা মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

মাহবুবা ফেরদৌসের উদ্দেশ্যে নোটিশে আরও বলা হয়, আপনার দায়িত্বে অবহেলার কারণে সরকার ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না, তা তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ঘটনায় রাষ্ট্রীয় গণমাধ্যমে দায়িত্বশীলতা ও অনুষ্ঠান পরিকল্পনার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ