Views Bangladesh Logo

হলফনামার তথ্য অল্প সময়ে যাচাই কঠিন: দুদক চেয়ারম্যান

নির্বাচনী হলফনামায় প্রার্থীদের দেওয়া সম্পদের তথ্য খুব অল্প সময়ে যাচাই করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে কঠিন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

রোববার (১১ জানুয়ারি) ঢাকায় রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, প্রার্থীরা যে স্বল্প সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা দেন, তার বিপরীতে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে দুদকের অনেক বেশি সময় প্রয়োজন হয়। এ কারণে তাৎক্ষণিকভাবে অসঙ্গতি শনাক্ত করা সম্ভব হয় না।

দুর্নীতিকে বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মোহাম্মদ আবদুল মোমেন বলেন, এ অবস্থা থেকে উত্তরণে সৎ, যোগ্য ও জবাবদিহিমূলক নেতৃত্ব অপরিহার্য।

তিনি বলেন, সবার জন্য সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হলে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে সৎ ব্যক্তিরাই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।

দুদক চেয়ারম্যান সাংবাদিক ও সাধারণ জনগণকে প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য নজরে রাখার আহ্বান জানিয়ে বলেন, কোনো সন্দেহজনক বা বিভ্রান্তিকর তথ্য চোখে পড়লে তা দুদককে জানানো উচিত। এতে দুদকের তদন্ত কার্যক্রম আরও কার্যকর হবে।

তিনি আরও বলেন, কোনো প্রার্থীর ঘোষিত সম্পদ নিয়ে প্রশ্ন থাকলে তা আমাদের জানান। আপনারা নিজেরাও অনুসন্ধান করতে পারেন এবং আমাদের কাজে সহযোগিতা করতে পারেন। আমরা চাই না, যারা হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছেন, তারা দেশ পরিচালনার দায়িত্ব পাক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ