Views Bangladesh Logo

গণসংযোগে গুলি: চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

ট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ’র গণসংযোগে গুলি করে হত্যার ঘটনায় বিক্ষোভের ডাক দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

গতকাল বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামি থানার খোন্দকারাবাদ ফতেপুকুর এলাকায় তানিয়া স্টোরের সামনে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে কাঁধে পিস্তল ঠেকিয়ে সারোয়ার হোসেন বাবলাকে গুলি করা হয়। এতে তিনি নিহত হন। এছাড়াও প্রার্থী এরশাদ উল্লাহসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।

এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় বিক্ষোভের ডাক দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

এদিকে গণসংযোগকালে গুলির ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। গ্রেপ্তার হয়নি কোনো আসামিও।
তবে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ