Views Bangladesh Logo

উত্তরা সেক্টর-৪ এ শর্তসাপেক্ষে আবারও চালু হচ্ছে শুটিং কার্যক্রম

ত্তরা সেক্টর-৪ এ নাটক ও সিনেমার শুটিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত শিগগিরই শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। আজ শনিবার (২৭ জুলাই) বিকেলে উত্তরা কল্যাণ সমিতি, শুটিং হাউস মালিক এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এক যৌথ বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

গত ২০ জুলাই উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় হাউস মালিকদের শুটিং হাউস হিসেবে বাসাবাড়ি ভাড়া না দেয়ার আহ্বান জানায়। শুটিং চলাকালে জনসমাগম, শব্দদূষণ ও এলাকাবাসীর অসুবিধার বিষয় তুলে ধরে তারা এই সিদ্ধান্ত নেয়। তবে নির্মাতাদের প্রতিবাদ এবং ডিরেক্টরস গিল্ডের আনুষ্ঠানিক আপত্তির পর নতুন করে আলোচনার উদ্যোগ নেয়া হয়।

কল্যাণ সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, “আবাসিক এলাকার পরিবেশ রক্ষা আমাদের অগ্রাধিকার। তবে শুটিং ইউনিটগুলো যদি সুশৃঙ্খলভাবে ও স্থানীয়দের স্বস্তি বজায় রেখে কাজ করে তাহলে সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব। আজকের বৈঠকে আমরা একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে চাই।”

শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা ও ‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক খলিলুর রহমান বলেন, “আমরা ৩০ বছর ধরে এই খাতের সঙ্গে যুক্ত। হঠাৎ নিষেধাজ্ঞা কোনো টেকসই সমাধান নয়। আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। আবাসিক এলাকায় শুটিং চালাতে হলে কিছু নিয়ম মানতেই হবে, সে বিষয়ে আমরা সচেতন।”

বর্তমানে উত্তরা সেক্টর-৪ এ তিনটি সক্রিয় শুটিং হাউস রয়েছে—লাবণী-৪, লাবণী-৫ এবং আপন ঘর-২। এছাড়া একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি শুটিং হাউস থাকলেও সেটির কার্যক্রম অনিয়মিত।

শুটিং বন্ধের ঘোষণায় নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি ছিল, এই সিদ্ধান্তের ফলে নাটক ও সিনেমা নির্মাণ ব্যাহত হবে এবং বহু শিল্পী-কর্মী কর্মহীন হয়ে পড়বেন।

সব পক্ষের আলোচনার ভিত্তিতে এখন একটি বাস্তবভিত্তিক সমাধানের দিকে এগোচ্ছে বিষয়টি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত আরোপের মাধ্যমে শিগগিরই শুটিং কার্যক্রম আবারও চালু করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ