Views Bangladesh Logo

ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে আসছেন শোয়েব আখতার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত আসরে ঢাকার মেন্টর ছিলেন পাকিস্তানের আরেক কিংবদন্তি অফ স্পিনার সাঈদ আজমল। নতুন মৌসুমে সেই দায়িত্বে আসছেন সাবেক গতিতারকা শোয়েব আখতার। অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও শোয়েব আখতার এখন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিভিন্ন টিভি অনুষ্ঠান, বিশ্লেষণ এবং নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিতই ক্রিকেট–কনটেন্ট করেন তিনি।

এবারের বিপিএলে টিকে থাকা দুটি দলের একটি হলো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তারা ইতোমধ্যে দল সাজানো শুরু করেছে। নিলামের আগেই তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খানের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে রাজধানীর দলটি।

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছে বিপিএলের ১২তম আসর। সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টটি মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ১৬ জানুয়ারি। এর আগে চলতি মাসের ৩০ তারিখ অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ