Views Bangladesh Logo

সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা মালিকদের

হেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। তবে যাত্রী সংকটে বাধ্য হয়ে নভেম্বরে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জাহাজ মালিকরা।

দীর্ঘদিন বন্ধ থাকার পর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। তবে সেখানে রাত্রিযাপনের অনুমতি না থাকায় ভ্রমণপিপাসুদের আগ্রহ কমেছে।

এই সিদ্ধান্তের ফলে যাত্রী সংকটে পড়েছেন জাহাজ মালিকরা এবং প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এ বিষয়ে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর গণমাধ্যমকে বলেন, ‘দিনে গিয়ে দিনে আসার যে সিদ্ধান্ত, সেটা আসলে একটা তামাশা করছে। পর্যটক ও পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে।'

জাহাজ মালিকরা বলছেন, এত লম্বা দূরত্ব অতিক্রম করে সেদিনই ফিরে আসা সময়সাপেক্ষ ও ক্লান্তিকর। এতে আগ্রহ হারাচ্ছেন ভ্রমণকারীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ