শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক আলাউদ্দিন খান
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করেন। প্রথম কর্মদিবসে তিনি একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
একাডেমির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদুল হক জিহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আলাউদ্দিন খান সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
চলতি বছরের শুরুতে অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ মহাপরিচালক পদে যোগ দিয়েছিলেন, তবে কয়েক মাসের মধ্যে তিনি পদত্যাগ করেন। এরপর সচিব ওয়ারেস হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে