Views Bangladesh Logo

জকসুতেও শীর্ষ তিন পদেই জয় শিবিরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) শীর্ষ তিন পদেই জয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

ভোট গ্রহণের একদিন পর বুধবার রাতে ঘোষিত ফলে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম। ৮৭০ ভোটের ব্যবধানে তিনি ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদের প্রার্থী একেএম রাকিবকে হারান।

ভিপি পদে লড়াই জমলেও শিবিরের প্যানেলের নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

আর শিবিরের প্যানেলের সহসাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানাকেও জয় পেয়ে শক্ত বাধা পেরোতে হয়েছে।

এর মধ্য দিয়ে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর জয়ের ধারাবাহিকতা ধরে রাখল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ বিরতির পর আবার বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট আয়োজন করা হয়। এর আগে অনুষ্ঠিত দেশের চারটি বৃহৎ বিশ্ববিদ্যালয়েই (ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু) চমক দেখিয়ে ছাত্রশিবির নিরঙ্কুশ জয় পায়।

সেই ধারাবাহিকতায় জকসুর শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের কাছে প্রতিদ্ব্ন্দ্বী ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত প্যানেলের প্রার্থীরা হেরে গেছেন।

নির্বাচিত ভিপি শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫৫৫৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদের এ কে এম রাকিব পেয়েছেন ৪৬৮৮ ভোট। রাকিব ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। আর রিয়াজুল এ বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি।

৫,৪৭০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলিম আরিফ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরার ভোট ১৯৭৩টি। আরিফ জয়ী হয়েছেন ৩৪৯৭ ভোটে।

অপরদিকে এজিএস পদে শিবিরের মাসুদ রানা ৫০১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪০৭৫ ভোট। তিনি ৯৪৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামের এ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব, জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা ও এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল- প্রথম ভাগের ঘোষণা করা কেন্দ্রগুলোর ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিলেন। পরের কেন্দ্রগুলোর ফলে তারা পিছিয়ে পড়েন।

কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণার পর একমাত্র হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের ফলও ঘোষণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সব প্রক্রিয়া শেষে ফল ঘোষণা করা হয়।

মঙ্গলবার দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জকসু এবং একমাত্র ছাত্রী হলের প্রতিনিধি নির্বাচনে ভোট দেন শিক্ষার্থীরা। প্রায় সাড়ে ১৬ হাজার ভোটারের মধ্যে কেন্দ্রীয় সংসদে ৬৬ শতাংশ ভোট পড়ার কথা মঙ্গলবার জানায় নির্বাচন কমিশন।

আগের দিন বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গণনা শুরু হয়। আধা ঘণ্টা পরই বিপত্তি দেখা দেওয়ায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর গভীর রাতে গণনা শুরু হয়ে পরদিন বুধবারে গড়ায়।

নির্বাচনে মোটাদাগে চারটি প্যানেল অংশ নেয়। এরমধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় মূলত শিবির ও ছাত্রদল প্যানেলের প্রার্থীদের মধ্যে। নির্বাচনে ভিপি পদে লড়েন ১২ জন, জিএসে ৯ জন এবং এজিএস পদে আটজন।

ছাত্রদের হল না থাকায় নির্বাচন হয় শুধু নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ছাত্র প্রতিনিধি নির্বাচনে। ১৩ জন প্রতিনিধি নির্বাচনে হল সংসদে ভোটার ছিলেন ১২৪২ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ