রাকসু নির্বাচন
২৪ দফা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রশিবিরের ইশতেহার ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে 'সম্মিলিত শিক্ষার্থী জোট'-এর ব্যানারে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন জোটের সহসভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। ইশতেহারে আগামী ১২ মাসে ২৪টি সংস্কারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
২৪ দফার এই ইশতেহারে রয়েছে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করে প্রতিবছর নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়ন করাসহ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ডাইনিং ক্যান্টিনসহ ক্যাম্পাসে মানসম্মত খাবারের নিশ্চয়তা, অনাবসিক শিক্ষার্থীদের আবাসন ভর্তুকি প্রদান, শিক্ষা ও গবেষণায় গুরুত্বারোপ, লাইব্রেরিও রিডিংরুমের সম্প্রসারণ ও সংস্কার, শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিকীকরণ, প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন, চিকিৎসা কেন্দ্রের আধুনিকীকরণ, ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা ও লাইটিং-এর ব্যবস্থা করে নিরাপদ ক্যাম্পাস, পরিবহন ব্যবস্থা সহজীকরণ,
নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার জন্য হেল্প লাইন চালু, টিচার্স ইভ্যালুয়েশন, তথ্য সেবা নিশ্চিতকরণ, অন ক্যাম্পাস জব চালু, পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা, সংস্কৃতির বৈচিত্রায়ন, হাইজেনিক স্যানিটাইজেশন, ক্রীড়ার উন্নয়ন, সাহিত্য প্রকাশনা ও সামাজিক সংগঠন গঠন, ক্লিন এন্ড গ্রিন ক্যাম্পাস এবং অপরাধ দমন।
এ ছাড়াও ইশতেহারে হল দখল, সিট বাণিজ্য, 'ট্যাগিং ও ফ্রেমিং'-এর রাজনীতি এবং সন্ত্রাস ও সহিংসতা বন্ধের অঙ্গীকারও করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ছাড়াও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজাসহ প্যানেলের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে