মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের আশ্রয় দেয়া ন্যয়বিচারের প্রতি অবজ্ঞার শামিল: পররাষ্ট্র মন্ত্রণালয়
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া হলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।
সোমবার মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদন্ডের রায়ের পর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া হবে অত্যন্ত অবন্ধুসুলভ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।”
এতে আরও বলা হয়, “আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই যেন তারা দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে অবিলম্বে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব।”
এর আগে বাংলাদেশ কয়েক দফায় আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছিল এবং চিঠি পাঠানো হয়েছিল। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আজ সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। রায় ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এই রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে