ঝিনাইদহে গুঁড়িয়ে দেয়া হলো শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ
ঝিনাইদহ শহরের স্বাধীনতা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকী ‘এক তর্জনী’ স্তম্ভ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে শহিদ মিনার সংলগ্ন স্বাধীনতা চত্বরে গিয়ে তারা শেখ মুজিবের ‘এক তর্জনী’ ভাস্কর্যের দিকে অগ্রসর হন এবং বুলডোজার দিয়ে সেটি গুঁড়িয়ে দেন।
ঝিনাইদহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাইদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ আবারও দমনপীড়নের পথে হাঁটছে। আমরা সেই দুঃশাসনের প্রতীক হিসেবেই শেখ মুজিবের স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছি।’
স্থানীয়রা জানান, এর আগে জুলাই আন্দোলনের সময় গত ৫ আগস্টও ‘এক তর্জনী’ স্তম্ভটি ভাঙচুর করা হয়েছিল। তখনও কিছু অংশ অক্ষত ছিল। বৃহস্পতিবার সকালে বুলডোজার দিয়ে সেই অবশিষ্ট অংশও সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়া হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে