Views Bangladesh Logo

যেদিন গ্রেপ্তার সেদিন থেকেই শেখ হাসিনার সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল

 VB  Desk

ভিবি ডেস্ক

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছেন সেটি আসামিরা যেদিন গ্রেপ্তার হবেন সেদিন থেকে কার্যকর হবে। আদালতে রায় ঘোষণার পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে থাকা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে সাজা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় যুগান্তকারী রায় হয়েছে, যা প্রশান্তি আনবে ও বাংলাদেশে ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য মাইলফলক হয়ে থাকবে।’

তবে, মৃত্যুদণ্ডের রায় কার্যকর বিষয়ে তিনি সুনির্দিষ্ট কিছু জানান নি। এর আগে ভিউজ বাংলাদেশকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ট্রাইব্যুনালে রায় দেওয়ার পর নির্ধারিত সময়ে আপিল বিভাগে আপিল করা, আপিল কজলিস্টে এনে তার শুনানি, চূড়ান্ত রায়, রিভিউ আবেদন, এর শুনানি ও রায় ঘোষণা- সব মিলিয়ে ট্রাইব্যুনালে বিগত দিনে হওয়া অন্যান্য মামলা মতো শেখ হাসিনার এ মামলাটিকেও একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হবে। অর্থাৎ ট্রাইব্যুনালের রায়ের পর আপিল বিভাগে এর চূড়ান্ত রায় রিভিউ নিষ্পত্তি পর্যন্ত কতো দিন সময় লাগবে তা বলা যায় না। অন্যান্য মামলার রেফারেন্স অনুসারে তা হতে পারে দেড় থেকে দুই বছর অথবা আরো বেশি কিংবা কম।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ