Views Bangladesh Logo

হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে: মীর স্নিগ্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) জমজ ভাই ও সদ্য বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।

তিনি মঙ্গলবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই মন্তব্য করেন।

তিনি পোস্টে লিখেন, ‘ঘৃণার জন্ম দিয়েছে এমন নাম হলো শেখ হাসিনা। এটি শুধু আমার নয়, বরং গত ১৬ বছরে তার শাসনের কারণে যারা ভোগান্তি পেয়েছে, প্রতিটি সাধারণ বাংলাদেশের মানুষকেও এটি বলা যায়। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে ফাঁসিতে ঝোলা হবে না, ততদিন সকাল-বিকেল, জাগ্রত কিংবা ঘুমের সময়ও তার নাম আমার মাথায় ঘুরতে থাকবে।’

তিনি আরও লিখেছেন, ‘এই নাম যতবারই উচ্চারিত হোক, মনে রাখবেন, এটি শুধুমাত্র ঘৃণার কারণে। এই খুনি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো না হলে শান্তি হবে না। এই স্বৈরশাসককে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত আমাদের মুখ থেকে ‘শেখ’ নামটি বের হতে থাকবে।’

সম্প্রতি মীর স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। তিনি বলেছেন, তরুণ প্রজন্ম এবং জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার উদ্দেশ্যে তিনি দলে যোগদান করেছেন।

আরেকটি ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, রাজনীতিতে আসার তার লক্ষ্য হলো সর্বোচ্চ পর্যায়ে জুলাই আন্দোলনের প্রতিনিধিত্ব করা, শহীদ ও আহত যোদ্ধাদের ‘ভয়েস’ হওয়া এবং রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তিনি উল্লেখ করেছেন, তার ভাই মুগ্ধ বা পরিবারের অন্য কেউ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। মীর স্নিগ্ধ মুগ্ধকে “দেশের সম্পদ” আখ্যায়িত করেছেন এবং বলেছেন, রাজনীতিতে তার প্রবেশ সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত ও যোগ্যতার ভিত্তিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে দলে তরুণদের প্রতিনিধি হিসেবে চান, যা তার রাজনৈতিক আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ