Views Bangladesh Logo

শেখ হাসিনা বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন: ড. রেজা কিবরিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে শেখ হাসিনা তার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। তিনি বলেন, এতে সন্দেহ হয় ওই হত্যাকাণ্ড তাঁর নির্দেশেই হয়ে থাকতে পারে।

বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজের বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

নির্বাচন প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেন, বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা দরকার—ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা ও ভোটবাক্স সুরক্ষা—সবকিছুতেই সরকার ব্যর্থ। তিনি বলেন, এ কারণে আগাম নির্বাচনের বিষয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।

দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ