শেখ হাসিনাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেয়া দরকার: জেড আই খান পান্না
অপহরণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নবনিযুক্ত আইনজীবী জেড আই পান্না বলেছেন, শেখ হাসিনাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেয়া দরকার
রোববার (২৩ নভেম্বর) নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমার মনে হয়, তার (বঙ্গবন্ধুর) কন্যা শেখ হাসিনার আরও যথাযথ প্রতিরক্ষা প্রয়োজন।’
রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর তিন সদস্যের বেঞ্চ—যার নেতৃত্বে ছিলেন বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদার—শেখ হাসিনার অপহরণ ও হত্যা মামলায় জেড আই খান পান্নাকে রাষ্ট্র-নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন।
শেখ হাসিনার শাসনামলে সংঘটিত বলে অভিযোগ থাকা অপহরণ ও নির্যাতনের মামলাগুলোর শুনানির তারিখও নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ৩ ডিসেম্বর ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে