শেখ হাসিনার বিচারের দাবি তুললেন শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগে বিচারের দাবি তুলেছেন। তিনি দাবি করেন, ২০২৫ সালের জুলাই মাসে বাংলাদেশে যে গণবিক্ষোভ হয়েছিল, সেখানে শতাধিক বিক্ষোভকারী হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।
বুধবার (৯ জুলাই) নিজের ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, 'বিবিসির বিশদ অনুসন্ধানে স্পষ্টভাবে উঠে এসেছে, শেখ হাসিনা সরাসরি শতাধিক বিক্ষোভকারীর, এমনকি শিশুদেরও, হত্যার নির্দেশ দিয়েছিলেন।'
তিনি উল্লেখ করেন, 'এই প্রতিবেদন আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার ও প্রত্যর্পণের দাবি আরও জোরালো করবে। এই অপরাধের দায় তাকে নিতেই হবে।'
পোস্টে শফিকুল আলম আরও বলেন, 'দীর্ঘদিন ক্ষমতায় থেকে তিনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একটি হত্যাকারী গোষ্ঠী তৈরি করেছেন, যারা জনগণের কণ্ঠ রোধে সক্রিয়ভাবে কাজ করেছে।'
তিনি লেখেন, 'এই অপরাধের কোনো দায়মুক্তি থাকা উচিত নয়। না শেখ হাসিনার জন্য, না তার আশপাশের তাদের জন্য যারা এই বর্বরতায় অংশ নিয়েছে।'
শফিকুল আলমের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আবারও জোরালোভাবে সামনে এসেছে জুলাই মাসের বিক্ষোভ দমনের ঘটনাগুলো নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি।
উল্লেখ্য, সম্প্রতি বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, জুলাই মাসে সরকারবিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ১০০ জনেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়, যার মধ্যে শিশুও ছিল। বিবিসি দাবি করে, এসব হত্যার পেছনে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে