Views Bangladesh Logo

বেগম জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে : রিজভী

বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন,দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, 'যিনি নিজের দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কখনো আপস করেননি,তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।'

তিনি আরও বলেন, দেশের স্বার্থে অতীতে বেগম জিয়া বিভিন্ন কঠিন সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে তিনি সরকার গঠন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিশ্চিত করেছিলেন যাতে কোনো মানুষের প্রাণহানি না ঘটে।

রিজভী বলেন, যারা অতীতে সহিংসতা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, তারাই ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করেছে। তিনি বলেন,'জনগণের ওপর আস্থা না রেখে শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো দেশ পরিচালনা করেছেন।'

বিএনপি নেতার দাবি, বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জন্যও দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনগণের কষ্ট হয় এমন কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে না করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, জনস্বার্থে কাজ করুন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ