শেখ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্তরা আপিল করতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও মূল্যবোধ চর্চা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, 'সব ধরনের তথ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিচার হয়েছে। আসামিপক্ষ বলবে যে বিচার সঠিক হয়নি- এটা স্বাভাবিক। তাদের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে।'
স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, 'আইন সম্পর্কে ধারণা না থাকার কারণেই তিনি এমন মন্তব্য করেছেন। রায় কার্যকরের আইনি প্রক্রিয়া কীভাবে এগোবে, সেটি সরকারের নিজস্ব কাঠামোর মধ্যেই সম্পন্ন হবে। প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের মতামত চাওয়া হলে তা জানানো হবে।'
জুলাইয়ের ঘটনাবলি সম্পর্কে তিনি আরও বলেন, 'এই মামলায় যে তথ্যপ্রমাণ এসেছে, তা পৃথিবীর যেকোনো আদালতেই অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট।'
তিনি জানান, শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তার কাছে মুখ্য নয়, বরং রাষ্ট্রের নাগরিকদের প্রতি যে সহিংসতা সংঘটিত হয়েছে সেটিই বিবেচনায় রাখা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে