Views Bangladesh Logo

ট্রাইবুনালের রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বললেন হাসিনা

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে 'পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে দাবি করেছেন। খবর বিবিসির।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা রায় ঘোষণার পর পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে বলেন, তাকে দেওয়া মৃত্যুদণ্ড “আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার কৌশল” ছাড়া আর কিছু নয়।

এর আগে বিচার প্রক্রিয়াকে তিনি ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করে অভিযোগগুলো অস্বীকার করেছিলেন। ন্যায়সংগত বিচার হলে তিনি অভিযোগকারীদের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানান।

বিবৃতিতে তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, চাইলে এই অভিযোগগুলো হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে নেওয়া যেতে পারে। মানবাধিকার ও উন্নয়ন খাতে নিজের রেকর্ড নিয়ে তিনি “গর্বিত” বলেও মন্তব্য করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ