Views Bangladesh Logo

শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকার বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘শেখ হাসিনা কোন ভিত্তিতে ভারতে এসেছেন তা সবার জানা। শেষ পর্যন্ত থাকা-না থাকার সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’

শনিবার নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও রাহুল কানওয়ালের সঙ্গে আলোচনায় তিনি এ বক্তব্য দেন। এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

শেখ হাসিনার ইচ্ছা হলে তিনি কতদিন ভারতে থাকতে পারবেন—এমন প্রশ্নে জয়শঙ্কর বলেন, পরিস্থিতি ও বাস্তবতার ওপর তা নির্ভর করবে। তিনি আবারও বলেন, ‘এটি পুরোপুরি তারই সিদ্ধান্ত।’

এর আগে আলোচনায় ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত হওয়া জরুরি। তিনি উল্লেখ করেন, আগের নির্বাচনের বৈধতা নিয়ে বাংলাদেশে আপত্তি ছিল বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, যদি নির্বাচন নিয়ে বিতর্ক থাকে তবে সবার আগে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা প্রয়োজন।

প্রতিবেশীর প্রতি ভারতের অবস্থান তুলে ধরে জয়শঙ্কর আরও বলেন, ভারত চায় বাংলাদেশে জনগণের প্রকৃত মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিফলিত হোক। সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও পরিপক্বভাবে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গত ৫ আগস্ট বাংলাদেশে ব্যাপক সহিংসতার মধ্যে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারতে প্রবেশ করেন। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড ঘোষণা করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ