Views Bangladesh Logo

শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল ইসলাম

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় কোনো রাজনৈতিক দলকে এ প্রতীক দেয়া সম্ভব নয়।

রোববার সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনকেন্দ্রিক দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আনোয়ারুল ইসলাম বলেন, “প্রতীক বরাদ্দ বিধিমালায় যে প্রতীকগুলো নির্ধারিত আছে, সেখান থেকেই নির্বাচন কমিশন প্রতীক দিতে পারে। কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আইনের বাইরে কোনো কাজ করতে পারে না। তাই এনসিপি যেটি চেয়েছে, সেটি আইনগতভাবে দেয়া সম্ভব নয়।”

নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। “রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি,” যোগ করেন তিনি।

তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব বাহিনী প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে এবং বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বে থাকবেন না।

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন পদ্ধতি রাজনৈতিক বিষয়, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না।”

অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত কমিশনার মো. মাসুদ রানা, জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এবং সিটিএসবি (ডিসি) আফজল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ