‘শাপলা কলি’ দিয়ে বুঝিয়েছে এনসিপি বাচ্চাদের দল: সামান্তা শারমিন
নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, ‘শাপলার কলি দিয়ে ইসি বুঝিয়ে দিয়েছে আমরা বাচ্চাদের দল।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সামান্তা শারমিন বলেন, ‘কোনো আইনি কারণ ছাড়াই আমাদের জন্য ‘শাপলা কলি’ প্রতীক দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। এতে বোঝানো হয়েছে, আমরা এখনো বাচ্চাদের দল—যেমনটি বড় রাজনৈতিক দলগুলো আমাদের মূল্যায়ন করে থাকে। এটি এক ধরনের বৈষম্য।’
তিনি আরও বলেন, ‘সরকারি কাগজে এমন প্রতীক দিয়ে যে মানসিক চাপ তৈরি করতে চাওয়া হচ্ছে, তা কোনোভাবেই সফল হবে না। যদি ‘শাপলা কলি’ প্রতীক দেওয়া সম্ভব হয়, তাহলে ‘শাপলা’ও দেওয়া যেত।’
এনসিপি নেত্রী অভিযোগ করে বলেন, ‘আমরা রাজনৈতিক দল হিসেবে ‘শাপলা’ প্রতীক চেয়েছিলাম, কিন্তু গেজেটে দেওয়া হলো ‘শাপলা কলি’। কোনো আইনি, সাংবিধানিক বা যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। মনে হচ্ছে, ইসি বলতে চায়—‘তোমরা এখনো ফোটোনি, তোমরা এখনো বাচ্চা।’ এটা আসলে বড় রাজনৈতিক দলগুলোরই তৈরি করা ন্যারেটিভ।’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে দেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইসিকে এই বৈষম্যমূলক প্রক্রিয়া বন্ধ করতে হবে।’
সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এখন জমিদারি আচরণ করছে। এটি অগ্রহণযোগ্য। শাপলাই হবে এনসিপির প্রতীক।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, ডা. খালেদ সাইফুল্লাহ প্রমুখ। সেমিনারটি সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। 
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে