Views Bangladesh Logo

পুরুষ দলের নির্বাচক শান্ত, নারী দলের দায়িত্বে সালমা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত হলেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। সাবেক ওপেনার হান্নান সরকার দায়িত্ব ছাড়ার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ও আবদুর রাজ্জাককে নিয়েই কাজ করছিল দুই সদস্যের নির্বাচক কমিটি। আজ (শনিবার) দুপুরে মিরপুরে অনুষ্ঠিত জরুরি সভায় শান্তকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই তারকা এখন থেকে আনুষ্ঠানিকভাবে স্কোয়াড গঠনের কাজে যুক্ত থাকবেন। কয়েক মাস ধরেই নির্বাচক প্যানেলে তৃতীয় সদস্য যোগ হওয়ার গুঞ্জন ছিল, এবার তা বাস্তবে রূপ নিল।

অন্যদিকে, প্রথমবারের মতো বাংলাদেশ নারী জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। আগামী ১ অক্টোবর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে খেলে আসা সালমা নতুন দায়িত্ব গ্রহণের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন।

এখন পর্যন্ত নারী দলের একমাত্র নির্বাচক ছিলেন সাজ্জাদ আহমেদ শিপন। সালমা যুক্ত হওয়ায় নারী দলের নির্বাচক প্যানেলও দুই সদস্যের হলো।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ