Views Bangladesh Logo

টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়াতে পারেন শান্ত!

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বিসিবির ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র বলছে, সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনায় শান্ত মোটেও সন্তুষ্ট নন এবং অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে তিনি বেশ দৃঢ়। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, ধারণা করা হচ্ছে, সিরিজ শেষেই তিনি বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানাবেন। তবে সেটি দ্বিতীয় টেস্ট শেষে সরাসরি ঘোষণা দেবেন, নাকি পরে কার্যকর হবে—তা নির্ভর করবে বিসিবির সঙ্গে আলোচনার ওপর।

শান্তকে এক বছরের জন্য টেস্ট অধিনায়ক করা হয়েছিল। কিন্তু ওয়ানডে অধিনায়কত্ব হারানো, হুট করেই নতুন নেতৃত্ব আসা এবং সেই সিদ্ধান্তে তার না থাকা—এসব ঘটনায় ভেতরে ভেতরে ক্ষুব্ধ তিনি। জানা গেছে, টি-টোয়েন্টি অধিনায়কত্ব আগেই ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগী হতে চেয়েছিলেন শান্ত। তখন বোর্ডও তাকে টেস্ট ও ওয়ানডে নেতৃত্ব চালিয়ে যেতে বলেছিল। কিন্তু ১২ জুন হঠাৎ করেই তাকে না জানিয়ে মেহেদি হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করা হয়।

ক্রিকবাজের প্রতিবেদন বলছে, ওয়ানডে দল নিয়ে শান্তর পরিকল্পনাও ছিল। খেলোয়াড়দের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন, সিরিজ সামনে রেখে নিজের পরিকল্পনা বোর্ডের কাছে উপস্থাপনও করেছিলেন। কিন্তু জরুরি এক জুম বৈঠকে সিদ্ধান্ত হয়ে যায় নতুন অধিনায়কের—যার খবরও শান্তকে ফোনে জানানো হয়। এরপর প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে যেই বৈঠকে শান্তর থাকার কথা ছিল, সেটিতেও তিনি অংশ নেননি।

বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবশ্য পরে বলেন, শান্তর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি, বরং বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তেই এই পরিবর্তন আনা হয়েছে, এবং শান্ত তা ‘খেলোয়াড়সুলভ মানসিকতা’ নিয়ে মেনে নিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ