Views Bangladesh Logo

টি-টোয়েন্টি দল থেকে বাদ শান্ত, ফিরলেন সাইফউদ্দিন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সন্ন শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি সদ্য সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন তিনি।

এর আগে সমালোচনার মুখে শান্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। এবার সম্পূর্ণভাবে দল থেকেই বাদ দেয়া হয়েছে তাকে।

অন্যদিকে, দীর্ঘ এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার সঙ্গে আবারও দলে ফিরেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

তবে সর্বশেষ পাকিস্তান সিরিজে খেলা সৌম্য সরকার, হাসান মাহমুদ, তানভির ইসলাম, নাহিদ রানা ও খালেদ আহমেদকে এই দফায় রাখা হয়নি।

তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১০ জুলাই ক্যান্ডিতে। এরপর ১৩ জুলাই ম্যাচটি হবে ডাম্বুলায়, আর শেষ ম্যাচ ১৬ জুলাই কলম্বোতে।

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তৌহিদ হৃদয়, জাকির আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ