Views Bangladesh Logo

চুন্নুকে অব্যাহতি, জাপার নতুন মহাসচিব শামীম হায়দার

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নতুন মহাসচিব নিয়োগ দেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যান জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দেয়া হয়েছে। এ আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ